
যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের চতুর্থ ড্রিমলাইনার 'রাজহংস' বিজি-৫০০৪ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে আসছে না।
নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বিমানের কাছে হস্তান্তরের আগে এই ত্রুটি ধরা পড়ে। এয়ারক্রাফটটির একটি পাখায় হঠাৎ করে সমস্যা দেখা দেয়। এ কারণে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় রাজহংস এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে বিমানের কাছে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও বোয়িং কর্তৃপক্ষ এখন তা পারছে না।
লন্ডনে অবস্থানরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ও সিনিয়র পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাম পাশের পাখার ত্রুটি মেরামত করে চলাচলের উপযোগী করতে নির্মাতা প্রতিষ্ঠান বিমানের কাছে আপাতত ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। নতুন সময় অনুযায়ী ১৩ সেপ্টেম্বর দুপুরে রাজহংসের সিয়াটল থেকে রওনা হওয়ার প্রাথমিক সময় ঠিক করা হয়েছে।
পরদিন ১৪ সেপ্টেম্বর ঢাকায় রাজহংসর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।