gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরে তীব্র গরমে যশোরের ট্রাফিক পরিদর্শকের মৃত্যু
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৯:৪০:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-25_662a7ddaac5da.jpg

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অতিরিক্ত গরমে হার্ট অ্যাটাক করে রুহুল আমিন (৪২) নামে এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্টের ভেতরে দায়িত্বপালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের শার্শা উপজেলা পল্লীর কোরবান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল বলেন, মৃত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ইসিজি করে দেখা গেছে তিনি হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

আরও খবর

🔝