gramerkagoj
মঙ্গলবার ● ৭ মে ২০২৪ ২৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ বিয়ে না দেয়ায় ক্ষোভ

পাষন্ড ছেলে গলাকেটে হত্যা করলো মাকে
প্রকাশ : শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৯:১০:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০৪:১৩:০৯ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-26_662bc9c30fe52.jpg

এক হতভাগ্য মাকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড ছেলে। মায়ের নাম রানু বেগম। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের আতর খানের স্ত্রী। ঘাতক ছেলের নাম রাসেল খান। শুক্রবার (২৬ এপ্রিল) এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের স্বামী আতর খান বলেন, আমার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে রাসেল সবার ছোট। গত কয়েকদিন যাবৎ সে বিয়ে করার জন্য আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। এ নিয়ে সে আমাকেও মেরেছে। তিনি একটি মাদরাসায় রান্নার কাজ করেন। আমার ছেলে দুপুর ২টা ৪৯ মিনিটে আমাকে ফোন দিয়ে বলে, তার মাকে কে যেনো ঘরে জবাই করে রেখেছে। তখন আমি নিশ্চিত হয়েছি, আমার স্ত্রী তার সন্তানের হাতেই খুন হয়েছে। ফোন কেটে সাথে সাথে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী রানু বেগমের মরদেহ বিছানায় পড়ে আছে। আমার ছেলে রাসেল পালিয়ে গেছে। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। আমি জানতে পেরেছি, নিহতের পাঁচ সন্তানের মধ্যে রাসেল সবার ছোট। বড় ছেলে ফারুক গত প্রায় পাঁচ বছর যাবৎ ঢাকাতে থাকে। বাড়িতে বাবা-মায়ের খোঁজখবর রাখেন না। বাকি তিন মেয়ের বিয়ে হওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকে। রাসেল ফরিদগঞ্জ বাজারে একটি মুদি দোকানে শ্রমিকের কাজ করে। গত কয়েকদিন যাবৎ সে তার বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে আসছে তাকে বিয়ে করানোর জন্য। যদি তাকে বিয়ে না করায়, সে বাবা-মাকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে রানু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খান ও তার মেয়ে শাহিনের বক্তব্য অনুযায়ী ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন তিনি। অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

🔝