gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ উপজেলা পরিষদ নির্বাচন

বিএনপির খুলনা বিভাগের ৩ জনসহ ৭৫ নেতাকে বহিষ্কার
প্রকাশ : শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:৫৩:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ১২:০৩:৩৮ এ এম
ঢাকা অফিস:
GK_2024-04-26_662bc3e27952c.jpg

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়ায় সারাদেশের ৭৫ বিএনপি নেতাকে প্রাথমিক পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এরমধ্যে খুলনা বিভাগের তিন বিএনপি নেতা রয়েছেন।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
৭৫ নেতার মধ্যে খুলনা বিভাগের তিন বহিষ্কৃত নেতা হলেন, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, কুষ্টিয়া জেলা মহিলাদলের সহ সভাপতি ইশরাত জাহান পুনম ও বাগেরহাট জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু।

আরও খবর

🔝