gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে পানের বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ : শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:৩৪:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০৪:১৩:০৯ পিএম
নড়াইল অফিস:
GK_2024-04-26_662bbbd5422c4.webp

নড়াইল সদর উপজেলার বোড়া বাদুড়িয়া গ্রামের পান চাষী কার্তিকের বরজ পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তার ৪০ শতক জমির এ পানের বরজ পুড়ে কৃষকের ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কার্তিক।
স্থানীয়রা জানান, কার্তিক ৪০ শতক জমিতে বরজ করে পান চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চালাতেন তার সংসার। শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের আনুমানিক ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক জানান, শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেতো। আমি এখন কিভাবে সংসার চালাবো। আমি এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ বলেন, আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজ কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাতো। ঘটনাটি দুঃখজনক। এই কাজটা যারাই করে থাকুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

🔝