gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাদারীপুরে মারামারি ছাড়াতে গিয়ে টেঁটাবিদ্ধ কৃষক
প্রকাশ : বুধবার, ১৩ মার্চ , ২০২৪, ১২:৫৯:০০ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-03-13_65f1479c40a88.jpg

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামে দুইপক্ষের মারামারি ছড়াতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়েছেন মিজান কাজী (৪০) নামের এক কৃষক।
মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আহতাবস্থায় মিজান কাজীকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজান কাজী একই এলাকার কাজী এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম রোজার ইফতারের পর লক্ষ্মীগঞ্জ গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন মিজান। নামাজ শেষে মসজিদ থেকে বের হন মিজান। এসময় মসজিদের সামনে স্থানীয় কিশোরদের দুটি পক্ষের মধ্যে হট্টগোল দেখতে পান মিজান। তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এ সময় একই এলাকার ফজল চৌধুরীর ছেলে ড্যানি চৌধুরী একটি টেঁটা দিয়ে মিজানকে পিছন থেকে আঘাত করেন। এতে টেটাবিদ্ধ হন ওই কৃষক। মিজানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে মিজানকে টেঁটাবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালমান চৌধুরী বলেন, টেঁটাবিদ্ধ ওই যুবক হাসপাতালে ভর্তি আছে। তার পিঠে আঘাত করা হয়েছে।
আহত মিজান কাজী বলেন, ড্যানি চৌধুরী আমাকে পিছন থেকে টেটাবিদ্ধ করে আহত করেছে। এসময় তার সাথে আরো কয়েকজন ছিলো।
ঘটনার পর থেকে অভিযুক্ত ড্যানি চৌধুরী পলাতক আছে। তাছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ওই এলাকায় স্থানীয় দুটি পক্ষ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করে আসছে। রাতে মিজান নামে একজন আহত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

আরও খবর

🔝