gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ অপরিপক্ক কেমিক্যাল দিয়ে পাকানো

সাতক্ষীরায় এক হাজার কেজি গোপালভোগ আম বিনষ্ট
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ১০:২৬:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ০১:২৪:১৮ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-05-09_663cf9b6a8a47.JPG

সাতক্ষীরার দেবহাটায় ১১৫০ কেজি অপরিপক্ক গোপালভোগ আম জব্দ করার পর বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। এসব আম কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছিল। বুধবার (৮ মে) রাতে দেবহাটা উপজেলার পারুলিয়া ও কামটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রাণী সরকারের উপস্থিতিতে দেবহাটা ফুটবল মাঠে আমগুলো বিনষ্ট করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রাণী সরকার বুধবার রাতে উপজেলা পারুলিয়া ও কামটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ট্রাক ভর্তি অপরিপক্ক ১১৫০ কেজি গোপালভোগ আম জব্দ করেন। আমগুলো বৃহষ্পতিবার বেলা ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে এনে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রশাসনের একাধিক কর্মকর্তা মাঠে থেকে তদারকির মাধ্যমে কেমিক্যাল দিয়ে পাকানো এ আমগুলো জব্দ করছেন। এ আম খেলে মানুষের শরীরে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে। যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন এ আম জব্দ, জরিমানা ও বিনষ্ট করেছে।
তিনি আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আমপাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। সেই আম ক্যালেন্ডার দেখে আমপাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে কেমিক্যাল মিশিয়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার কেজি কেমিক্যাল মিশানো অপরিপক্ক আম জব্দ এবং সেগুলো বিনষ্ট করা হয়েছে। ইতিমধ্যে এসব ঘটনায় কয়েকজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানার পাশাপাশি সাজা প্রদান করেছে স্থানীয় প্রশাসন।

আরও খবর

🔝