gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাকিব পরিষ্কার করলেন নিজের অবস্থান
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:৪৫:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-25_662a5ee6bb1fb.jpg

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না খেলে ঢাকা লিগ খেলবেন সাকিব আল হাসান, বিষয়টি সামনে আসার পর ক্রিকেট অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা। তাতেই বিরক্ত বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে সাকিব মুখ খোলেন। অবান্তর সমালোচনায় প্রকাশ করেন বিরক্তি। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জানান, কোচ, অধিনায়ক ও নির্বাচক সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত।
জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে দ্বিধা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব এসব বিষয়ে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম।
কোচ বলেছিলেন দু’টি ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দু’টি না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।
২৩ এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ জনের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ। এই দল শুক্রবার থেকে চট্টগ্রামে রুদ্ধধার অনুশীলন করবে তিনদিন। সাকিব এখানে না থাকায় মূলত শুরু হয় আলোচনা। এরপর সংবাদমাধ্যমে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান সাকিব ঢাকা লিগ খেলবেন দেশে ফিরে। এরপর যোগ দেবেন দলের সঙ্গে।
আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দু’টি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দু’টি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটা ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।
জিম্বাবুয়ে সিরিজে টিম ম্যানেজম্যান্ট চাইছে বিকল্প ক্রিকেটার তৈরি করে রাখতে। সাকিব না থাকলে তার পরিবর্তে ভিন্ন কাউকে দেখার সুযোগ তৈরি হবে। সাকিবের কণ্ঠেও একই সুর।
চন্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হেম্পও অনুশীলনে উপস্থিত ছিলেন। জিম্বাবুয়ে সিরিজের পরপরই যুক্তরাষ্ট্র সফর ও বিশ্বকাপের মিশন। লম্বা সময় ধরে ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে মনোযোগ রাখতে হচ্ছে।

আরও খবর

🔝