gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
যুক্তরাষ্ট্র দলে নিউজিল্যান্ডের অ্যান্ডারসন
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৬:৩৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-04_66362dafcf0ce.jpg

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে সহআয়োজক যুক্তরাষ্ট্র। দলের সবচেয়ে বড় চমক নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। নিজ দেশ নিউজিল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন আগেই। এরপর গত মাসে যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে অ্যান্ডারসনের। তিনি জায়গা করে নিলেন যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে।
নিউজিল্যান্ডের জার্সিতে ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে ৯৩টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। এই সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপেও খেলেছেন তিনি। ২০১২ সালে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার দু’বছর পর ২০১৪ সালে শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে চমকে দেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুইন্সটাউনে এক ওয়ানডেত ম্যাচে ১৪ ছক্কায় অ্যান্ডারসন ১৩১ রান করেন মাত্র ৪৭ বলে। এর মধ্যে ৩৬ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। ফলে ভেঙে যায় আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড। পরে অবশ্য ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সেই রেকর্ড ভাঙেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস (সহঅধিনায়ক), স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারমিত সিং, নাসথুশ কেনজিগি, শ্যাডলি ফন শলকউইক, নীতীশ কুমার, অ্যান্ড্রিস গাউস, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।
রিজার্ভ: গজানন্দ সিং, জুনোয় ড্রাইড্যাল, ইয়াসির মোহাম্মদ।

আরও খবর

🔝