gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিসিবি বিশ্বকাপে অতিরিক্ত খেলোয়াড় নেবে না
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:২০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-25_662a5e855f30c.JPG

যুক্তরাষ্ট্রে ২ জুন টি-২০ বিশ্বকাপের উদ্বোধন। আগামী মাসেই ভেন্যুতে পৌঁছাতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দলগুলোকে প্রাথমিক স্কোয়াড দিতে হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, ২ মের মধ্যে প্রাথমিক দল দিতে বলা হয়েছে। বাংলাদেশ ২০ থেকে ২৫ জনের একটি তালিকা পাঠানো হতে পারে আইসিসিতে। এই তালিকায় ১ জুন পর্যন্ত পরিবর্তন করা যাবে। অর্থাৎ, বিশ্বকাপ শুরুর আগের দিন দিতে হবে চূড়ান্ত দল।
টুর্নামেন্ট চলাকালে দলে পরিবর্তন আনতে আইসিসির অনুমোদন নিতে হবে বলে জানায় বিসিবি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হবে কিনা, জানতে চাওয়া হলে জালাল ইউনুস জানান, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
কোচ অবশ্য বাড়তি খেলোয়াড় নেওয়ার পক্ষে না। প্রথম থেকেই ১৫ জনের দল নিয়ে সফর করতে চান তিনি। বিশ্বকাপে ১৫ জন খেলোয়াড় ও ১৫ জন কোচিং-সাপোর্ট স্টাফ নিতে পারবে দলগুলো। আইসিসি থেকে ৩০ জনের যাবতীয় খরচ বহন করবে।

আরও খবর

🔝