gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কালীগঞ্জ, পাইকগাছা ও ফুলতলায় সড়কে ঝরলো তিন প্রাণ
প্রকাশ : সোমবার, ৮ এপ্রিল , ২০২৪, ১১:০৯:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০৪:২২:৪৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-08_6614287a97b8f.webp

সোমবার সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে একজন ব্যাংক কর্মকর্তা, খুলনার ফুলতলায় যশোরের একজন কৃষি কর্মকর্তা ও পাইকগাছায় একজন মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহর কালীগঞ্জে ট্রাক চাপায় পিষ্ট হয়ে হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ মহিলা কলেজ পাড়ায় বসবাস করতেন। আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান ছিলেন দ্বিতীয়। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস শেষ করে বাড়িতে আসছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে সাতক্ষীরা কর্মস্থলে যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কের উপরে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি জানিয়েছেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সোহেলের, ঘাতক গ্যাসবাহী লরির ঢাক্কায় সড়কে প্রাণ গেছে তার। যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা সোহেল শেখ (৪৮) সোমবার মটরসাইকেলযোগে যশোর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সকাল পৌনে ৯ টায় ফুলতলা বাজারের কাছে পৌঁছালে তার মোবাইল ফোন বেজে ওঠে। তিনি রাস্তার পাশে মোটরসাইকেল (যশোর হ ১৪-৯১৭৬) থামিয়ে ফোনে কথা বলা অবস্থায় পেছন থেকে ডেলটা এলপি গ্যাসবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৮১-০৪৩৪) ধাক্কায় ঘটনাস্থলেই সোহেল প্রাণ হারায়। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিয়ালদহ কলাতলার আবজাল হোসেন শেখের ছেলে।
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মটরসাইকেল- ইটভাটার ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাইক যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন।
সোমাবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি'র মৌখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম (৪৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের সানার ছেলে ও আহত মটরসাইকেল ড্রাইভার আবু মুছা ঢালী কয়রার মৃতঃ আবু বক্কর ঢালীর ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

🔝