gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বাগডাঙ্গার সেলিম হত্যা মামলার সব আসামি খালাস
প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ১০:৪০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-08_663bab662be9b.jpg

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের সেলিম বিশ্বাস হত্যা মামলায় ১২ আসামিই খালাস পেয়েছেন। বুধবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু।
খালাসপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার আব্দুলপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, ছাতিয়ানতলা গ্রামের মহিদুল ইসলাম, পুকুর বাগডাঙ্গা গ্রামের জামির, নজরুল ইসলাম, ইদ্রিস আলী, রুস্তম আলী, তৈয়ব আলী, আজাদ, সরদার বাগডাঙ্গা গ্রামের রহমত আলী, টিটো, ওমর গাজী ও পুলতাডাঙ্গা গ্রামের আবুল কাশেম ওরফে আলমগীর। এছাড়া বিচারকাজ চলাকালে চার্জশিটে অভিযুক্ত সরদার বাগডাঙ্গা গ্রামের জিন্দার গাজীর ছেলে নুরোল গাজীর মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৮ মার্চ বিকেলে সরদার বাগডাঙ্গা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সেলিম বিশ্বাস (৩০) চুড়ামনকাটি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরেরদিন বাগডাঙ্গা গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আব্দুস ছাত্তার অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই লোকমান মামলার তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত নুরোল গাজী এক লাখ টাকা দিয়ে অভিযুক্ত অন্যদের মাধ্যমে সেলিম বিশ্বাসকে হত্যা করিয়েছেন।
বুধবার ওই মামলার রায়ে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের সকলকে খালাসের আদেশ দেন বিচারক।

 

 

 

 

আরও খবর

🔝