gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : রবিবার, ২৪ মার্চ , ২০২৪, ১১:৩১:০০ এ এম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
ঢাকা অফিস:
GK_2024-03-24_65ffb7297d199.jpg

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় একটি কাঁচাবাজারে শনিবার দিবাগত রাত ৪টার দিকে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে এবং নিয়ন্ত্রণে এসেছে।
রোববার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মেদ বলেন, রাত ৪টার দিকে আগুনের খবর পায়। এরপর ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ ৯টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও খবর

🔝