gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বেগুনের কেজি ২ টাকা!
প্রকাশ : শনিবার, ২৩ মার্চ , ২০২৪, ০১:৪৩:০০ পিএম
পাবনা প্রতিনিধি:
GK_2024-03-23_65fe85014f766.jpg

রমজান মাস এলেই বেগুনের চাহিদা বেড়ে যাওয়ার ফলে সুবিধাভোগিরা সুযোগ বুঝে দামও হাঁকায়। বিক্রিও হতো কেজি প্রতি ১০০ থেকে ১৩০ টাকা। তবে আর তা হচ্ছে না। এ বছর রমজানে হঠাৎ বেগুনের দাম কমে গেছে। পাবনায় প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সেই হিসেবে প্রতি কেজি বেগুনের দাম দাঁড়াচ্ছে ২ থেকে ৩ টাকায়। কৃষকেরা বলছেন, বর্তমানে বেগুনের যে দাম তাতে উৎপাদন খরচও তুলতে পারছেন না।
বেড়া উপজেলার চাকলা গ্রামের কৃষক আবুল কাশেম (৫৫) বলেন, ‘জীবনে কুনুদিন দেহি নাই যে বেগুনের দাম এত কুমিছে। ইবার দেখতিছি এক কম। বিক্রি করেই বা কি করবো। আবাদের খরচই উঠতিছে না।’
সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের বেগুন চাষি শাহজাহান আলী বলেন, 'হাটে বেগুন লিয়ে আইসে দেহি ৮০-৯০ টেকা মণ দাম কয় ব্যাপারীরা। সে হিসেবে তো ২ থেনে ৩ টেকা কেজি পড়ে। মিজাজটা কিরম হয় তালি কন। এত কষ্ট কইরে ফসল ফলাইলেম, আর তার দাম এইরম। কি করবো বাধ্য হয়ে বেইচে দিয়ে গেলেম।'
সাঁথিয়ার করমজা চতুরহাট ও কাশিনাথপুর হাট ঘুরে দেখা যায়, সবজির ক্রেতা খুব কম। কৃষকের মুখ ভার হয়ে আছে, পাইকাররা কম দাম বলছে।
চতুরহাটে দুই বস্তা বেগুন নিয়ে এসেছিলেন সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের শামসুল প্রামানিক। তিনি বলেন, 'হাটে নিয়ে আসতে দুই বস্তা বেগুনের ভ্যান ভাড়া লাগছে ১২০ টাকা। হাটে দুই বস্তা বেগুনের দাম উঠেছে মাত্র ১৫০ টাকা।'
বেড়া বাজারের সবজি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ও মশিউর রহমান জানান, 'বেগুনসহ সব সবজির চাহিদা একেবারেই পড়ে গেছে। কৃষকেরা হাটে সবজি এনে দাম না পাওয়ায় হা-হুতাশ করছেন। আমরাই বা কি করবো বলেন। রোজায় খুচরা বাজারে সবজির বিক্রি কম। তাই বাধ্য হয়ে কম দামে কিনতে হয়।'
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান বলেন, 'একদিকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। অন্যদিকে রোজার কারণে সবজির চাহিদা কমে গেছে।

আরও খবর

🔝