gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মেহেরপুরে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি , ২০২৪, ০২:৫৫:০০ পিএম
মেহেরপুর প্রতিনিধি:
GK_2024-02-20_65d4667e28780.jpg

জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৫ সালে মহসিন আলী হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমানুল্লাহ ওরফে রিপনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম পাবনা জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে।
আমানুল্লাহ ওরফে রিপন গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে। আজ মঙ্গলবার তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল আমানুল্লাহ ওরফে রিপনদের। এরই জেরে ২০০৫ সালে মহসিন আলীকে হত্যা করে তারা। এ ব্যাপারে গাংনী থানায় একটি হত্যা মামলা হয়।
মামলায় ২০১৯ সালে আমানুল্লাহ ওরফে রিপনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সে সময় থেকে আমানুল্লাহ পলাতক ছিলেন।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমানুল্লাহ ওরফে রিপন পাবনা জেলা শহরে বিদেশি পাখির ব্যবসা করতেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানার এসআই শিমুল, এএসআই তাওহীদ ও এএসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও খবর

🔝