gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
র‌্যাঙ্কিংয়ে লিটন-শান্তর অবনতি
প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ০৬:৪৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-08_663b75f3a02be.JPG

উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস বাজে ফর্মের মধ্য দিয়ে দিন পার করছেন। বারবার ব্যর্থ হওয়া এই ব্যাটার কোন যুক্তিতে দলে আছেন এই নিয়েও প্রশ্ন অনেকেরই। এত সমালোচনার মধ্যে আরও একটি দুঃসংবাদ পেলেন এই ব্যাটার আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ডানহাতি এই ব্যাটারের।
এর আগের মাসের প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি২০ ব্যাটারদের মধ্যে লিটনের অবস্থান ছিল ২৯ নম্বরে। তবে লঙ্কানদের সাথে সিরিজের পর চলতি জিম্বাবুয়ে সিরিজেও ব্যর্থতার বৃত্তের মধ্যে থাকায় সেই জায়গা থেকেও দুই ধাপ অবনমন হয়ে তিনি নেমে গেছেন ৩১ নম্বরে। একই অবস্থা হয়েছে এই সিরিজে ধুঁকতে থাকা বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্তরও। দুই ধাপ পিছিয়ে ৩২ নম্বর থেকে ৩৪ নম্বরে নামতে হয়েছে।।
জিম্বাবুয়ে সিরিজে বাকিরা ব্যর্থ হলেও ব্যাটিং করে প্রশংসা কুড়িয়েছেন তাওহীদ হৃদয়। সিরিজে সর্বোচ্চ রানের মালিকও তিনি। প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়েও। নতুন র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটের সঙ্গে যৌথভাবে ৯০ নম্বরে আছেন তিনি। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৮১ নম্বরে উঠে এসেছেন তিনি।
দু’ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৭২তম স্থানে রয়েছেন তিনি। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব।
বোলিংয়ে তাসকিন আহমেদ মুগ্ধতা ছড়িয়েছেন। র‌্যাঙ্কিংয়েও যার প্রভাব পড়েছে। জিম্বাবুয়ে সিরিজে নৈপুণ্য দেখিয়ে তিন ম্যাচে ৮.৮ গড়ে ছয় উইকেট শিকার করা তাসিকন আহমেদ টি-২০ ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন। নতুন র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন তিনি। হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে টি-২০ বোলারদের তালিকার ২৬ নম্বরে উঠে এসেছেন তাসকিন। টি-২০’তে এটাই তার সেরা র‌্যাঙ্কিং।
মেহেদীও সুখবর পেয়েছেন। প্রথম দুই ম্যাচে তিনটি উইকেট শিকার করায় তিনিও ছয় ধাপ এগিয়েছেন। টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২ নম্বরে আছেন মেহেদী।

আরও খবর

🔝