gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফ্রান্স দলকে বীরের বেশে বরণ করলো দেশবাসী
প্রকাশ : মঙ্গলবার, ২০ ডিসেম্বর , ২০২২, ০৫:০৪:৩৭ পিএম
ক্রীড়া ডেস্ক ::
GK_1671534328.jpg
কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে শ্রেষ্ঠত্ব খোয়াতে হয়েছে ফ্রান্সকে। তবে, দেশের মানুষের ভালোবাসা খোয়াতে হয়নি। বরং, দুর্দান্ত লড়াইয়ের পর মাঠের খেলায় হার মানলেও ভক্তদের কাছে তারাই বীর। ফ্রান্স ফুটবল তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়, তাতেও লেখা- ‘জাতীয় বীরদের বরণ করছি’।
প্যারিসের ডি লা কনকর্ডে সংবর্ধনা দেওয়া হয় ফ্রান্স দলকে। দিদিয়ের দেশমরা যখন দেশের মাটিতে পা রাখেন, রাত তখন ১০টা। তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস। সবকিছু উপেক্ষা করে ৫০ হাজার দর্শক সমবেত হয় এমবাপ্পে, লরিস, গ্রিজম্যানদের বরণ করে নিতে।
তারকারাও হাসি আনন্দে জবাব দেয় উষ্ণ ভালোবাসার। এক মূহুর্তের জন্য ভুলে যায় বিশ্বকাপ না পাওয়ার কষ্ট। ফরাসি দলের প্রায় সবার মুখেই হাসি, চেহারায় উদ্দীপনা ছিলো। কেবল একজন ছাড়া! তিনি কিলিয়ান এমবাপ্পে। বোধহয় এখনো বুঝে উঠতে পারছেন না, আর কতোটা করলে বিশ্বকাপটা ধরা দিতো তার কাছে। তবে হাত নেড়েছেন, ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুড়েছেন, কিন্তু মুখে হাসি নেই। দেখলেই বোঝা যায়, এখন বিমর্ষ তিনি।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ গোলে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর শিরোপা জিতে বিশ্বকাপের। এ ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পেছনের কারিগর হলেন এমবাপ্পে। ফাইনালে দুইবার এগিয়ে গেছে আর্জেন্টিনা, আর ২৩ বছর বয়সী এই তারকা দুই বারই ম্যাচে ফিরিয়েছেন সমতা।
২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনই পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এক মিনিট পর এমবাপ্পের আরো একটি গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মেসির গোলে সেই অতিরিক্ত সময়েও এগিয়ে যায় আর্জন্টিনা। ফের পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপ্পে। গড়েন দারুণ ইতিহাস।
ইংল্যান্ডের জিওফ হার্স্টের ৫৬ বছর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। পেনাল্টি শ্যুটআউটেও তিনি একটা গোল করেছিলেন। কিন্তু তারপরও ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এমবাপ্পের হাতে ওঠে গোল্ডেন বুট।

আরও খবর

🔝