gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নারায়ণগঞ্জে আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর , ২০২৩, ০৩:০৭:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2023-12-19_65815b7406573.jpg

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতাকর্মীরা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা এ মিছিল বের করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ আমাদের হরতাল চলছে। আমাদের দাবিকে উপেক্ষা করে এই সরকার জোরপূর্বক নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সকালে এক থেকে দেড় মিনিটের জন্য মহাসড়কে বিএনপির কিছুসংখ্যক লোকজন মিছিল বের করেছিল। তারা মিছিলের নামে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরও খবর

🔝