gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ

উপজেলা চেয়ারম্যান ওয়াদুদসহ গ্রেফতার ৪২ জন
প্রকাশ : সোমবার, ১৫ এপ্রিল , ২০২৪, ০৮:৩১:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৫:০৭:১১ পিএম
ফরিদপুর প্রতিনিধি:
GK_2024-04-15_661d3aeb946f1.jpg

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে গ্রেফতার করেছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে, শনিবার বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন বীর মুক্তিযোদ্ধাসহ ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে একই রাতে অভিযান চালিয়ে পুলিশ আরো ১২ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

🔝