gramerkagoj
বুধবার ● ২২ মে ২০২৪ ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চৌগাছায় হাবিব, ঝিকরগাছায় মনিরুল ও শার্শায় সোহরাব চেয়াম্যান নির্বাচিত আশাশুনিতে মোস্তাকিম, তালায় সনত ও দেবহাটায় আলফা চেয়ারম্যান হলেন ফকিরহাটে বাবু, চিতলমারীতে আলমগীর ও মোল্লাহাটে ছানা চেয়ারম্যান নির্বাচিত ফুলতলায় চেয়ারম্যান হলেন আকরাম, তেরখাদায় হাসান ও দিঘলিয়ায় মারুফুল ঝিকরগাছায় সাংবাদিক ইমরান সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো ধান শুকাতে গিয়ে হাই ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর শার্শা উপজেলায় চেয়ারম্যান সোহরাব, ভাইস চেয়ারম্যান রহিম ও শামীমা দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি: সিইসি চৌগাছা উপজেলায় চেয়ারম্যান হাবিব, ভাইস চেয়ারম্যান শামীম ও নাসিমা
ছোট শেখহাটির দিপু হত্যা মামলায় তিনজন রিমান্ডে
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ১০:৪৮:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ০১:৪৩:৩১ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-30_6631213333409.jpg

যশোর শহরতলির ছোট শেখহাটি পূর্বপাড়ার দিনমজুর দিপু হত্যা মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, ছোট শেখহাটির রাব্বি, হৃদয় ও তাজু।
মামলার অভিযোগে জানা গেছে, দিপু হোসেন রিকশা চালিয়ে ও কসাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতো। মাংশ কাটার কাজের টাকা পেত রাব্বির কাছে। গত ১৯ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে দিপু রিকসা চালিয়ে জামরুলতলা বাজারের কামরুলের চার্জারের দোকানে রিক্সা চার্জে বসিয়ে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে দিপু মুন্সির বাঁশতলা নামক স্থানে পৌঁছলে রাব্বি ও তার সহযোগীরা তাকে ধরে বাগানের মধ্যে নিয়ে লাঠি দিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি বিকেল তিনটার দিকে দিপু মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নামউল্লেখসহ পরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

আরও খবর

🔝