gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৭ হাজার কেজি আম বিনষ্ট
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ১০:৪৪:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ০১:৪৩:৩১ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-04-30_6631201febbe5.jpg

সাতক্ষীরায় পৃথক স্থানে অভিযান চালিয়ে রাসায়নিক স্প্রে করে পাকানো অপরিপক্ক সাত হাজার কেজি আম বিনষ্ট করেছে প্রশাসন।
সোমবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবীশহর মোড়ে ও আলিপুর চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আমভর্তি ট্রাক জব্দ করা হয়।
দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা আমের মধ্যে প্লাস্টিকের ৫০ ক্যারেটে এক হাজার কেজি পাকানো গোবিন্দভোগ আম জব্দ করা হয়। তবে ট্রাকে থাকা আচারের জন্য ব্যবহৃত কাঁচা আম ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা অপরিপক্ক আম জনসম্মুখে বিনষ্ট করা হয়।
তিনি জানান, সাতক্ষীরার আমের ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু এক অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।
আরেক অভিযানে আলিপুর চেকপোস্ট এলাকা থেকে ৬ হাজার কেজি আম জব্দের পর গাড়ির চাকায় বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, দেবহাটা থেকে এক ট্রাক অপরিপক্ক আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপ-সহকারী কর্মকর্তা ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে আলিপুর চেকপোস্টে অভিযান পরিচালনা করি। সেখান থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী। পরে এসব আম গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

আরও খবর

🔝