gramerkagoj
বুধবার ● ২২ মে ২০২৪ ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চৌগাছায় হাবিব, ঝিকরগাছায় মনিরুল ও শার্শায় সোহরাব চেয়াম্যান নির্বাচিত আশাশুনিতে মোস্তাকিম, তালায় সনত ও দেবহাটায় আলফা চেয়ারম্যান হলেন ফকিরহাটে বাবু, চিতলমারীতে আলমগীর ও মোল্লাহাটে ছানা চেয়ারম্যান নির্বাচিত ফুলতলায় চেয়ারম্যান হলেন আকরাম, তেরখাদায় হাসান ও দিঘলিয়ায় মারুফুল ঝিকরগাছায় সাংবাদিক ইমরান সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো ধান শুকাতে গিয়ে হাই ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর শার্শা উপজেলায় চেয়ারম্যান সোহরাব, ভাইস চেয়ারম্যান রহিম ও শামীমা দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি: সিইসি চৌগাছা উপজেলায় চেয়ারম্যান হাবিব, ভাইস চেয়ারম্যান শামীম ও নাসিমা

❒ কেশবপুর ও সাতক্ষীরায় ইসি হাবিব

আমাদের লক্ষ্য ভোটারদের আস্থা ফিরিয়ে আনা
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ১০:৪৫:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ০১:৪৩:৩১ পিএম
কেশবপুর ব্যুরো ও সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-04-30_6631206c47dd3.jpg

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, আমাদের মূল লক্ষ্য ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। তিনি পৃথক দুটি বৈঠকে এ কথা বলেন।
কেশবপুর থেকে কামরুজ্জামান রাজু জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ) বলেছেন, ‘এখানে (কেশবপুরে) ইভিএমে ভোট হবে, ডানে-বামে করার সুযোগ নেই। যে প্রার্থী বেশি ভোট পাবেন, তিনিই বিজয়ী হবেন’। মঙ্গলবার বিকেলে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ভোটার উপস্থিতি নিয়ে চিন্তার কোন কারণ নেই। উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিতি হবে। এই গরমের মধ্যে অন্যান্য স্থানে বিভিন্ন ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই ভালো।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে কেশবপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৭৭৫ জন, নারী ভোটার এক লাখ ৯ হাজার ১৭৭ জন এবং হিজড়া দুই জন। মোট ভোটকেন্দ্র ৯৫টি।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কোন বিশৃঙ্খলা কারীদের ছাড় দেওয়া হবেনা। বিদেশি পর্যবেক্ষক থেকে সরকার প্রধান, সবাই চায় দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা সেই লক্ষে প্রত্যেক জেলার নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়ে আসছি। আমাদের মূল লক্ষ্য ভোটারদের আস্থার জায়গা ফিরিয়ে আনা।
মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, বিগত দিনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেটা অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যদি প্রশাসনিক কর্মকর্তা জড়িয়ে পড়েন তাকে চাকুরিচ্যুত করে জেলে পাঠানো হবে বলে।
তিনি আরও বলেন, আজ আমরা উপজেলা নির্বাচনে সাতক্ষীরার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের আশ্বাস দিয়েছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি সকলকে সহযোগিতা করতে হবে ।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা ডি জি এফ আইয়ের কর্মকর্তা লে. কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির, জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, যশোর জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক, র্যাব-৬ কোম্পানি কমান্ডার এ.এস.পি ফয়সাল আহমেদ প্রমুখ।

আরও খবর

🔝