gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
কড়ই গাছের ভেতরে আগুন! ফায়ার সার্ভিস নেভাতে ব্যর্থ

❒ স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও কৌতূহল

প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০১:৫০:০০ পিএম
কুড়িগ্রাম সংবাদদাতা:
GK_2025-07-01_68639340b6e8a.jpg

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি পুরোনো কড়ই গাছের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে শুরু করেছে। বারবার চেষ্টা করেও ফায়ার সার্ভিস কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এ ঘটনায় এলাকাজুড়ে চরম কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায় এই রহস্যজনক ঘটনা ঘটে। গাছের ভেতরে থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা গেলে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে, এবং সেটি দেখতে ভিড় করেন শত শত মানুষ।

স্থানীয় মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মামুন মিয়া বলেন, আজ সকালে শুনি গাছের ভেতরে ধোঁয়া ও আগুন জ্বলছে। জানি না কেউ আগুন দিয়েছে কি না। অনেকে বলছেন, এটা আল্লাহ প্রদত্ত আগুন!

আরও পড়ুন...

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন মাদরাসাছাত্র নিখোঁজ


৬০ বছর বয়সী আলামিন, ৫০ বছরের আমেনা বেগম ও ৪০ বছরের আসাদুজ্জামান জানান, প্রথমে লোকমুখে শুনি রমনা রেলস্টেশনের কাছে গাছে আগুন লেগেছে। গিয়ে দেখি সত্যিই গাছের ভেতর থেকে আগুন বের হচ্ছে। ফায়ার সার্ভিস এসে চেষ্টা করলেও তারা আগুন নেভাতে পারেনি।

স্কুলছাত্রী আশামনি খাতুন জানান, আমি সকালে স্কুলে এসে শুনি গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের নিয়ে দেখতে আসি।

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের লিডার মো. ফারুক হোসেন বলেন, “ঘটনাটি শুনে আমরা সকালে ঘটনাস্থলে যাই। গাছের ভেতর আগুন জ্বলছে দেখে আমরা তা নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আবার গিয়ে দেখি আগুন এখনও জ্বলছে।”

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, “গাছটি রেলওয়ের জায়গায় অবস্থিত। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন দিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। আমরা রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানিয়েছি।”

গাছের অভ্যন্তরে আগুনের এই অস্বাভাবিক ঘটনাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে অলৌকিক বললেও, অনেকে শঙ্কা করছেন ভেতরে কয়লার মতো কিছু জমে থাকতে পারে বা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

আরও খবর

🔝