শিরোনাম |
❒ সংসদ নির্বাচন ২০২৬ ফেব্রুয়ারিতেই
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—এমনটি ধরে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন ঘিরে দুটি নিরাপত্তা মহড়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এর একটি সেপ্টেম্বর মাসে এবং অন্যটি নির্বাচনের একদম আগমুহূর্তে হবে।
সোমবার (৩০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত এক উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা হতে পারে—এই বাস্তবতা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থাকে একত্রিত করে কমপক্ষে দুটি পূর্ণাঙ্গ মহড়া আয়োজনের কথা বলা হয়েছে। সহিংসতা শুরু হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে কৌশল নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা সূত্র জানায়, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ডাকাতির ঘটনা বেড়ে গেছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
আরও পড়ুন...
যশোরে রাস্তা দখল করে ঠিকাদারি কাজ, জনভোগান্তি চরমে দেখার কেউ নেই
উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত?
অন্যদিকে প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী জানান, ধর্ষণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ গুরুত্ব দিচ্ছে না। গণমাধ্যমে যেগুলো আসে, সেগুলোতে বাহিনীগুলো পদক্ষেপ নেয়। কিন্তু অনেক ঘটনা গণমাধ্যমে আসে না, যেগুলোও গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই ইস্যুতে কোর কমিটির সভায় বিস্তর আলোচনা হয়।
র্যাবের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারকারীদের জন্য পুরস্কার ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। পরে সভায় সিদ্ধান্ত হয়, সরকারিভাবে পুরস্কার ঘোষণা করা হবে এবং অস্ত্র উদ্ধারের দায়িত্বে থাকবে বিজিবি ও র্যাব। তবে পুরস্কার ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে তিনি কিছু বলেননি।
তিনি বরং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ বিষয়ে তিনি বলেন, “এটা হয়তো জাস্ট একটা ভুল।”
উল্লেখ্য, ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ যোগ দিতে রোববার ভোরে মরক্কোর মারাকেশ যাওয়ার সময় আসিফ মাহমুদের ব্যাগে স্ক্যানিংয়ে ম্যাগাজিন ধরা পড়ে। পরে তিনি জানান, এটি ভুলবশত ব্যাগে রয়ে গেছে।