gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
যশোরে আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক
প্রকাশ : শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-05-09_681e15d77fe50.jpg

যশোরে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এরা হলেন
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন, চৌগাছা সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যশোর সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন ও নওয়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লাল্টু।
তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারই তাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ক্ষমতার দাপটে তারা সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে বেড়াতেন। এছাড়া সরকার পতনের পরও তারা শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, গত বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার কানাইতলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। এ ঘটনার সাথে আটক চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আরও খবর

🔝