gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
নির্বাচন বিলম্বিত হোক তা জনগণ চায় না : ডা. জাহিদ
প্রকাশ : শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:৩৩:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-05-09_681de8020f490.jpg

নির্বাচন বিলম্বিত হোক তা জনগণ চায় না বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক। জনগণ দ্রুত নির্বাচন চায়। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।
শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত প্রবাসী প্রবাসী পরিবারের উদ্যোগে "প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন" শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আজকের যে বিষয়বস্তু প্রবাসীদের ভোটাধিকার আমাদের প্রায় দশ মিলিয়ন বা ১ কোটিরও বেশি প্রবাসী বিদেশ থাকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বিগত ১৭ বছর যাবত এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার চলছে আশা করব জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেবে।
তিনি বলেন , বিগত সরকারের আমলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে যার মাধ্যমে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি।
তিনি আরও বলেন, আজকে যে রেমিটেন্স যোদ্ধারা আছে তার জন্য প্রথম উদ্যোগ নিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরের যে আজ অর্থনীতিতে অবদান রাখছে তাও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যই হয়েছিল। এজন্য মুক্তিযুদ্ধের পাশাপাশি তাকে আজীবন স্মরণ করার দরকার।
জাহিদ বলেন, আজকে আওয়ামী লীগকে মানুষ দেখতে পাচ্ছে না। কারণ, তারা তাদের কাজের অপকর্মের ফল পাচ্ছে। এই আওয়ামী লীগ জনগণের কাছে কোন দায়বদ্ধতা ছিল না বলে বিগত আমলে কোন ভোট হয়নি। আওয়ামী লীগ যে কাজ করেছে তার প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের করতে হবে। যে ঐকমতের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে সেই ঐক্যমত আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলব যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে জনগণ তা চায় না। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে তাই অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক।
প্রবাসীদের ভোট দেওয়ার দাবির মধ্যে একটা এই দাবির সাথে বিএনপি সব সময় একমত আছে। শুধু কিভাবে দেবে এই নিয়ে আলোচনার দরকার। প্রবাসীদের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব, শুধু প্রবাসী নয় সকল বাংলাদেশের সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।
সভায় প্রধান আলোচক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য এম এ মালিক বলেন, সিলেটসহ সারাদেশে প্রবাসী বাংলাদেশীদের তৈরি করা বাড়িঘর বিগত সৈরাচার সরকার দখল করে নেয়। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, যাদের রেমিট্যান্স এ দেশ চলে তাদের সম্পদ রক্ষা এবং তাদের ভোটাধিকার দ্রুত নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও আগুন দিয়ে জালিয়ে দেয়, এমনকি মাটি পর্যন্ত তুলে নিয়েছে।
প্রবাসী পরিবার ২৪ এর সমন্বয়ক এবং সাপ্তাহিক জয়যাত্রার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া, আমেরিকার সজিব ওয়াজেদ জয়ের মামলার আসামি মাহমুদউল্লাহ মামুন( ইউএস), ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু ( যুক্তরাজ্য ), অ্যাড. পারভেজ ( যুক্তরাজ্য), ব্যারিস্টার মরিয়াম চৌধুরী, প্রভাষক খোকন ( ইতালি), রিপন সরকার ( ইতালি বিএনপি), এম এম রাশেদ ও ইকবার হোসেন (লন্ডন), মমতাজ হোসেন লিপি (মহিলা দল কেন্দ্রীয় কমিটি), বিল্লাল হোসেন মাল (শ্রমিক দল), সৌদি কারানির্যাতিত ও ক্ষতিগ্রস্ত প্রবাসী কবির হোসেন দেওয়ান, আব্দুল হামিল ভূইয়া, জাফর দেওয়ান (সৌদি আরব) প্রমুখ।

আরও খবর

🔝