gramerkagoj
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫ ১৫ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরে সিমের মালিকানা পরিবর্তনের নামে ‘গলাকাটার’ অভিযোগ, ভোগান্তি চরমে গাইদগাছিতে এক বাড়িতে দুই দফা হামলা, ছিনতাই, মারপিট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে বিএনপি’র দোয়া অনুষ্ঠিত যুবলীগের ব্যানার উদ্ধারের ঘটনায় বিপুল, হাজী সুমন, শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা তিনটি দলের চূড়ান্ত পর্যায়ে খেলা নিশ্চিত হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ তদন্ত প্রতিবেদন না পেয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা অপরিহার্য নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তলনের সরঞ্জাম আটক নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়, এটি অবৈধ ও অযৌক্তিক

❒ বৃষ্টির সম্ভাবনা নেই

বইছে মৃদু তাপপ্রবাহ, থাকতে পারে আরও কিছুদিন
প্রকাশ : শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:২৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-05-09_681dbce4c0a7e.jpg

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই, উল্টো সারাদেশেই দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শনিবার (১০ মে) সারাদেশে দিন-রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তবে রোববার (১১ মে) থেকে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
চতুর্থ ও পঞ্চম দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও খবর

🔝