gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

❒ শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং

আওয়ামী লীগ নেতা সেলিম গ্রেপ্তার
প্রকাশ : শুক্রবার, ৯ মে , ২০২৫, ১২:২৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-05-09_681d9f84c66d0.jpg

শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি (সেলিম)। অনলাইনের ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করেন। এছাড়াও জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। বলেন, গ্রেপ্তার সেলিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।
গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ওই মামলার বাদী সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২৬১ জন আসামির মধ্যে কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার এডভোকেট জহিরুল ইসলাম সেলিম ওই মামলায় এজাহারনামীয় আসামি।

আরও খবর

🔝