gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
বাংলাদেশ-১৯ দলের সিরিজ জয়
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ মে , ২০২৫, ০৬:৩২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-05-08_681ca4dda6a2a.jpg

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বৃহস্পতিবার আজিজুল হাকিম তামিমের দল চেয়েছিল সিরিজটা নিজেদের করে নিতে। নিজেদের ব্যাটিং ইনিংস শেষ না হতেই অবশ্য সুখবরটা পেয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানেই জিতেছে তারা। সিরিজ জয়ের উদযাপনের লক্ষ্যটা এনে দিয়েছে বৃষ্টি। খেলা শুরু হওয়ায় পরে আর ষষ্ঠ ওয়ানডে ম্যাচটা শেষ হয়নি। ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি।
কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় এক রানেই শুণ্য রানে বিদায় নেন সিরিজে দু’টি সেঞ্চুরি করা ব্যাটার জাওয়াদ আবরার। ফিরতি উইকেটে অবশ্য অধিনায়ক আজিজুল তামিমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান আরেক ওপেনার কালাম সিদ্দিকি।
ব্যক্তিগত ৩১ রানে সিদ্দিকি বিদায় নিলে রিজান হোসেনকে নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন আজিজুল তামিম। সতীর্থর সঙ্গে শতরানের জুটি গড়লেও নিজে তিন অংকের দেখা পাননি বাংলাদেশের অধিনায়ক।
সেঞ্চুরি থেকে যখন ছয় রান দুরে তখনই হতাশা নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন আজিজুল হাকিম। ৯৪ রানের ইনিংসটি সাজান সাত চার ও দুটি ছক্কায়। তার বিদায়ের পররে বৃষ্টি শুরু হয়। পরে ভেস্তে যায় পুরো ম্যাচ। এতে সিরিজে ফেরার হয়নি শ্রীলঙ্কার যুবাদের। শেষ পর্যন্ত রিজানের ৪৮ রানের বিপরীতে পাঁচ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আবদুল্লাহ। আর বাংলাদেশের স্কোর থেমে যায় ৩৯ ওভার এক বলে তিন তিন উইকেটে ১৮৮ রানে।

আরও খবর

🔝