gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি, নিহত ১
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ মে , ২০২৫, ০১:০৮:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-05-08_681c587cf2be3.jpg

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা “হালকা অস্ত্র ও আর্টিলারি গান” ব্যবহার করে কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা জুড়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে ভারত।
এদিকে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা জুড়ে হওয়া এই গোলাগুলিতে ভারতীয় এক সৈন্য নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম দীনেশ কুমার শর্মা। দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা শর্মা জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সিএনএন জানিয়েছে, বুধবার রাতে কাশ্মিরের বিতর্কিত অঞ্চলে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান একে অপরের দিকে গোলাগুলি চালিয়েছে বলে জানিয়েছে ভারতশাসিত কাশ্মিরের প্রতিরক্ষা মুখপাত্র।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল জানান, পাকিস্তানি সেনারা “হালকা অস্ত্র ও আর্টিলারি গান” ব্যবহার করে নিয়ন্ত্রণরেখা জুড়ে গুলিবর্ষণ করেছে। এর জবাবে ভারতীয় সেনারাও “উপযুক্ত প্রতিক্রিয়া” দিয়েছে।
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় প্রতিদিনই দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। ওই হামলায় ভারতশাসিত কাশ্মিরের ওই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ২৬ জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয় পর্যটক।
এর আগে বুধবার একটি ভারতীয় প্রতিরক্ষা সূত্র সিএনএনকে জানিয়েছে, রাতভর পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে নিয়ন্ত্রণরেখা বরাবর ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরও ৫৭ জন আহত হয়েছেন।
পৃথক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জনিয়েছে, জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ফের গোলাগুলি চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনুর সেক্টরের বিপরীতে পাক সেনারা “বিনা উসকানিতে” ছোট অস্ত্র ও আর্টিলারি গান ব্যবহার করে গুলি চালায়। এই নিয়ে টানা ১৪ দিন ধরে “যুদ্ধবিরতি লঙ্ঘন” করল পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ৭ থেকে ৮ মে রাতের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু এবং একজন সেনাসদস্যও রয়েছেন। পাকিস্তানি সেনারা ভারতের “অপারেশন সিন্দুর”-এর প্রতিক্রিয়ায় তীব্র মর্টার ও আর্টিলারি গোলাবর্ষণ করে।
এনডিটিভি বলছে, জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন হরিয়ানার দীনেশ কুমার শর্মা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি সামাজিক মাধ্যমে তার নিহত হওয়ার খবর জানিয়ে বলেন, “দেশের প্রতিটি নাগরিক আপনার এই আত্মত্যাগের জন্য গর্বিত। দেশ কখনও আপনার এই অবদান ভুলবে না। আমি তাকে স্যালুট জানাই।”
ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানের টানা গোলাগুলির কারণে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত গ্রামগুলোতে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি নজরে রাখতে সেনা ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আরও খবর

🔝