gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রফতানি খাতে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের নতুন যুগান্তকারী উদ্যোগ
প্রকাশ : রবিবার, ৪ মে , ২০২৫, ০৪:৫৬:০০ পিএম
চট্টগ্রাম ব্যুরো:
GK_2025-05-04_681747cc00110.jpg

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি রফতানি কার্যক্রমকে ত্বরান্বিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি রফতানিমুখী শিল্পের জন্য অনলাইনে তথ্য আদান-প্রদান সহজ করতে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে, রফতানিমুখী শিল্পের বন্ড সুবিধা ব্যবহারকারীরা তাদের ফাইল চলাচলের অবস্থা এবং যাবতীয় হালনাগাদ তথ্য বাসায় বসে জানতে পারবেন।
কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন বলেন, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি রফতানিমুখী শিল্পের বিকাশ, রফতানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের কর্মকর্তা-কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, যে কোনো সমস্যা দেখা দিলে সরেজমিন পরিদর্শন বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করা হচ্ছে।
২০২৩-২০২৪ অর্থবছরে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২০৬ কোটি টাকা, যা ১ হাজার ২০৮ কোটি ৮৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া মার্চ ২০২৪ পর্যন্ত শুল্ক ফাঁকি সনাক্ত করে জরিমানাসহ বিপুল অংকের রাজস্ব আদায় করা হয়েছে।
কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রাম ২০১১ সালের ২ নভেম্বর পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট হিসেবে যাত্রা শুরু করে। এটি রফতানিমুখী শিল্পের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি ও ব্যবহারের তদারকি করে থাকে।

আরও খবর

🔝