gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
যুক্তরাষ্ট্রে মঞ্চে গান গাইবেন মৌসুমী
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০১:৩৫:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-04-24_6809e9ada1574.jpg

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠানে এবার গান গাইবেন এ জনপ্রিয় চিত্রনায়িকা। একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।
আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহন করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষন চিত্রনায়িকা মৌসুমীই। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুনী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘বাফলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’
২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা।
বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। এই দুইদিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।
এর আগেও যুক্তরাষ্ট্রে মঞ্চে গান গেয়েছেন মৌসুমী।
তখনও তার সঙ্গে মঞ্চে ছিলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। নিউইয়র্কের বাফেলোর অ্যালেক্সান্ডার অ্যাভিনিউয়ে প্রবাসীদের আয়োজনে ‘সামার আ ফেস্টিভ্যাল’ শিরোনামের আয়োজনে গান গেয়ে শোনান এই দুই শিল্পী।

আরও খবর

🔝