শিরোনাম |
❒ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে এক্স ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে রিপন অটো ও হ্যালো পান্ডা। ট্রফি জয়ের লক্ষে আগামীকাল বুধবার দুপুর দুইটায় এ দু’টি দল মুখোমুখি হবে।
প্রথম ম্যাচে জয়ী যশোর রেঞ্জার্সের সোহান ও দ্বিতীয় ম্যাচে জয়ী রিপন অটোর সাদমান রহমান হয়েছেন এদিন সেরা খেলোয়াড়।
এদিন দ্বিতীয় ম্যাচটি ছিলো গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারাই খেলবে ফাইনালে। যেখানে আগে ভাগেই ফাইনাল ম্যাচ খেলার ছাড়পত্র সংগ্রহ করে বসে আসে হ্যালো পান্ডা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় রিপন অটো ও দ্বীপ স্পোর্টিং।
আগের দু’টি ম্যাচের পরিসংখ্যানে রিপন অটোর ফলাফল খুব বেশি সুখকর ছিলো না। প্রথম ম্যাচে তারা পরাজয়ের স্বাদ পায়। দ্বিতীয় ম্যাচে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে জয় পায়। অন্যদিকে দ্বীপ স্পোর্টিং প্রথম ম্যাচে জয় ও দ্বিতীয় ম্যাচে পরাজয় হয়। এসব বিবেচনায় রিপন অটো ফাইনালে উঠবে এমন ধারণা খুব বেশি ছিলো না। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তারা ছিলো অবিচল। প্রতিপক্ষের বোলারদের তেমন একটা পাত্তা না দিয়েই ফাইনালে ওঠার জন্য স্কোর বোর্ডে যে রান প্রয়োজন তারা সেটি করেছে আনায়াসেই।
এ ম্যাচে টস টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার দুই বল আগেই ১১৫ রান করে দ্বীপ স্পোর্টিং। জবাবে নেমে ১৫ ওভার পাঁচ বলে তিনটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় রিপন অটো।
দ্বীপের ব্যার্টিং ইনিংসে মোহাম্মদ মিকাইল ৩০, গালিব ১১ ও রেজওয়ান হোসেন করেন ৩৬ রান। বল হাতে রিপন অটোর শিবলী ও সাদমান তিনটি, মোহাম্মদ হোসেন দু’টি এছাড়া একটি উইকেট নিয়েছেন রাইসুল।
রিপন অটোর ব্যার্টিং ইনিংসে আলিফ ৩৬, সাদমান রহমান ৪২, আজমান অপরাজিত ১৬ রান করেন। বল হাতে দ্বীপ স্পোর্টিংয়ের ফয়সাল ইমাম গোল্ড, মাহফুজুর রহমান ও সুমন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে দিনের প্রথম ম্যাচে আগেই ফাইনালে খেলার টিকিট নিশ্চিত হওয়া হ্যালো পান্ডা প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে যশোর রেঞ্জার্সের কাছে। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ৯৬ রান করে হ্যালো পান্ডা। পরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় যশোর রেঞ্জার্স। মিশন শেষ হওয়ার পাশাপাশি এটি তাদের প্রথম জয়।
হ্যালো পান্ডার ব্যাটিং ইনিংসে মেহেরাব হোসেন নিলয় ১৯, আব্দুল্লাহ আল মামুন ১৫, দ্বীপ জ্যোতি ১০ রান করেন। বল হাতে যশোর রেঞ্জার্সের হৃদয় মোল্লা তিনটি, সোহান দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রাহুল, ইমন ফরাজী ও তীর্থ।
যশোর রেঞ্জার্সের ব্যাটিং ইনিংসে হিমেল ৩০, রনি ১৭ ও সোহান অপরাজিত ২৯ ও তীর্থ অপরাজিত ১০ রান করেন। বল হাতে হ্যালো পান্ডার হামিম মির্জা দু’টি, এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন রাজু, মেহেরাব হোসেন নিলয় ও হৃদয়।