gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি আলোচিত সেই দুই বোনের বিরুদ্ধে চার্জশিট, দেশ ছাড়তে মরিয়া
যশোর-বেনাপোল সড়কের গাছ ভেঙ্গে পড়লো চলন্ত ট্রাকের উপর, এক ঘন্টা যান চলাচল বন্ধ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৭:০৫:০০ পিএম
আব্দুর রহমান, নাভারন (যশোর) প্রতিনিধি:
GK_2025-04-15_67fe599c04669.jpg

যশোরের নাভারন বাজারে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। নাভারন -বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান গেটের সামনের একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল বেলা এগারোটার দিকে হঠাৎ করে চলন্ত একটি ট্রাক ( যশোর ট ১১ -৬০৪২) এর উপর ভেঙে পড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নাভারন হাই-ওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি করাত দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায় যান চলাচল শুরু হয়। এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল সরিয়ে ফেলা হয়েছে । তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন বলেন, মহাসড়কের পাশে আমরা এইরকম পুরাতন গাছ চাই না। এমন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে ।আমাদের একান্ত দাবি মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো সরিয়ে ফেলা হোক।

আরও খবর

🔝