gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৬:৫৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-04-15_67fe51eecfdf3.jpg

বাংলাদেশ সফরে আসছে ভারত। সর্বশেষ ২০২২ সালে দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এবারের সিরিজে দীর্ঘতম সংস্করণ না থাকলেও তিনটি করে সীমিত সংস্করণের ম্যাচ খেলবে দু’দল। সীমিত সংস্করণের সিরিজ সামনে রেখেই মঙ্গলবার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারো সিরিজের ম্যাচ হবে মিরপুর ও চট্টগ্রামে। আগামী ১৭ আগষ্ট মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারত। প্রথম দু’টি ওয়ানডে হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-২০ হবে চট্টগ্রামে। বাকি দু’টি টি-২০ মিরপুরে খেলে দেশে ফিরবে ভারতীয় দল।
ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দুই টেস্টে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। এবারের সিরিজও তেমনিই হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরি।
বিসিবির সিইও নিজাম বলেছেন, ঘরের ক্যালেন্ডারের মধ্যে সিরিজটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর ও প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে অন্যতম হবে।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
১৭ আগস্ট, ২০ আগস্ট হবে দু’টি ওয়ানডে ম্যাচ। যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রামে।
টি-২০ সিরিজ
২৬ আগস্ট চট্টগামে, ২৯ আগস্ট ও ৩১ আগস্ট টি-২০ ম্যাচ হবে মিরপুরে।

আরও খবর

🔝