শিরোনাম |
পুরুষ ক্যাটাগরিতে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রচিন রাবিন্দ্রাকে পেছনে ফেলে তিনি এই পুরস্কার জয় করেন। মাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেন ২৪৩। এছাড়া ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
এ নিয়ে টানা দু’বার ব্যক্তিগত পুরস্কারটি গেল ভারতে। গত ফেব্রুয়ারিতে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শুভমান গিল।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এ টুর্নামেন্টে অপরাজিত ছিলো রোহিত শর্মারা। এ যাত্রায় মিডল অর্ডারে ব্যাট করে দলের ইনিংস গঠনে অসামান্য অবদান রাখেন আইয়ার।