gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশজুড়ে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে যশোরে মানববন্ধন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো ইতালি মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড: টিটন গাজীসহ মোট ৫ জন গ্রেপ্তার যশোর গরীব শাহ মাজারের সামনে কাল ভাটের ওপর দেবে যায় ট্রাক, যান চলাচল ব্যাহত বিক্ষোভে ফুঁসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঈমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজাকে শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত করেছে ইসরায়েল সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নয়াদিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন

❒ খোদা বকস চৌধুরী

মেঘনা আলমের প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৪:০২:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-04-15_67fe2ebea8a81.jpg

❒ মেঘনা আলম। ছবি: ফাইল ফটো

মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী। তিনি বলেন, ‘আইন আছে বলেই বিশেষ আইন প্রয়োগ করা হচ্ছে।’
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে ১৩ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হলে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে জানতে চায়, কেন এই আটকাদেশ অবৈধ ঘোষণা করা হবে না।
একই দিন মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি। তবে এটি বলা যাবে না যে, তার কোনো অপরাধ নেই। তদন্ত চলছে। যদি অপরাধ প্রমাণিত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এই গ্রেফতার নিয়ে সমালোচনা ও প্রশ্ন দেখা দেয়। অভিযোগ কিংবা মামলা ছাড়াই কাউকে গ্রেফতার করার যৌক্তিকতা নিয়েও বিতর্ক চলছে।

আরও খবর

🔝