gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ১১:৪৪:০০ এএম
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
GK_2025-04-15_67fdf2540c465.jpg

ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুখালী উপজেলার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক ড্রাইভার মো. ইদ্রিস আলী (৩০) ও যশোরের কেশবপুর উপজেলার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে ট্রাকের হেলপার মো. ফয়সাল খান (২৫)।
জানা যায়, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া তরমুজ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দুজনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও খবর

🔝