gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
কারাগারে পান্তা-ইলিশ, পোলাও-মাংস
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ০৮:০৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-14_67fd169c45301.png

সারাদেশের মতো এবারও দেশের সব কারাগারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। দেশের ৬৮টি কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারেরও আয়োজন করে তারা।
কারা অধিদফতরের একটি সূত্র জানায়, বর্ষবরণ উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে সারা দেশের ৬৮ কারাগারে পান্তা-ইলিশসহ দুবেলা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। কারাগারের স্টাফ ও কয়েদিরা মিলেমিশে আলপনা ও র্যা লি করেছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্রটি জানায়, সকালে পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়। দুপুরে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি, মিষ্টি, কোল্ড ড্রিংকস দেওয়া হয়। দেশের ৬৮টি কারাগারে ৬৭ হাজার ৭০৯ জন বন্দির জন্য এসব খাবারের ব্যবস্থা করা হয়।

 

আরও খবর

🔝