gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
যশোরে মা-ছেলেকে জখমের ঘটনায় প্রধান আসামি আটক
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ০৪:৫০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-14_67fce8d7beeba.jpg

যশোরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে মা-ছেলেকে জখমের মামলার প্রধান আসামি বিকাশ দাসকে আটক করেছে পুলিশ। আটক বিকাশ দাস ঘোপ জেলরোড বউ বাজার এলাকার রিদ কোমল দাসের ছেলে। রোববার রাতে আটকের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলার অপর দুই আসামি বিকাশের স্ত্রী শিখা রানী ও মা পিরোনী দাস পলাতক রয়েছেন। এরআগে এ ঘটনায় মামলা করেন একই এলাকার কার্তিক চন্দ্র দাসের স্ত্রী ভানু রানী দাস। 

মামলায় উল্লেখ করা হয়, এক বছর আগে বিকাশ দাস ২০ হাজার টাকা ধার নেন, যা এক মাস পর ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি টাকা না দিয়ে নানা তালবাহানা করতে থাকেন। সর্বশেষ গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে ওই টাকা ফেরত দেবেন বলে ভানু রানীকে তার বাড়িতে আসতে বলেন বিকাশ। বিকাশের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করায় আসামিরা তাকে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করেন। ভানু রানীর চিৎকারে ছুটে আসেন তার ছেলে দীপু। এ সময় আসামিরা তাকেও মারধর করে জখম করেন। এ সময় তার গলায় থাকা আট ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও খবর

🔝