gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ বর্ষ বরণ ১৪৩২

মঞ্চ থেকে অনুষ্ঠান ভাবনা পুনশ্চের বর্ষ বরণের আয়োজনে ছিল বন্ধন ও শৃঙ্খল মুক্তির বার্তা
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ০১:০৭:০০ পিএম , আপডেট : শনিবার, ১৯ এপ্রিল , ২০২৫, ০৮:৪২:১৩ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-14_67fcb4faec141.jpg

বাঙালীর অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব বাংলাবর্ষ বরণে দেশবাসীর সাথে প্রাণের আবেগে মেতেছে যশোরবাসীও। সূর্যোদয়ের সাথে সাথে মহা মিলনমেলায় মেতে বঙ্গাব্দ ১৪৩২ কে স্বাগত জানিয়েছে তারা। উৎসবের নগরীতে এদিন আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাদ্য যন্ত্রে, বাংলার সমৃদ্ধ সংগীতের সুর-মুর্ছণায় সময় পার করছেন সবাই। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ৬ টা ৩১ মিনিটে বর্ষ বরণে প্রভাতী অনুষ্ঠান শুরু করে পুনশ্চ যশোর।
‘নাই নাই ভয়, হবে হবে জয়’ এ আহবানে সমস্ত অশুভকে দূরে ঠেলে নতুন দিনের প্রত্যাশায় বাংলা নববর্ষের অনুষ্ঠানের প্রথম পর্বের আয়োজনে যশোরবাসীকে আনন্দে মাতোয়ারা করতে উৎসব আাসর বসে মুসলিম একাডেমি মাঠে । এ সংগঠনের শিশু-কিশোরসহ শতাধিক সংগীত, নৃত্য ও অভিনয় শিল্পী বৈচিত্রময় নানা আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতার দৃষ্টান্ত রাখতে উপহার দেয় চমক দেয়া জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সব শিশু কিশোরদের একই ধরণের জামা, নারীদের একই রকম শাড়ী আর পুরুষদের পাঞ্জাবী পরিহিত এ অনুষ্ঠান বর্ণিল হয়ে ওঠে।
নববর্ষের সকালে সমবেত আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় সংগঠনের বন্ধুরা। বিকেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে মুসলিম একাডেমি মাঠে বৈশাখী উৎসব উদযাপনে ফের বসবে নাচ, গান, আবৃত্তি, গীতিনাট্য ও শুভেচ্ছা পর্বসহ নানা আয়োজনের আাসর ।
সকালে বৈশাখকে আহবান জানিয়ে সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের পাশাপাশি হয় আবৃত্তি, নৃত্য, গান।
এবারের নববর্ষে পুনশ্চ যশোরের বৈশাখী উৎসব মঞ্চ বেশ প্রশংসা অর্জন করেছে। ২৮ ফুট উচ্চতার মঞ্চে ছিল বিশেষ প্রতীকি তাৎপর্য। শান্তির বার্তা নিয়ে সুখ সমৃদ্ধি আর আনন্দ আবহের বর্ণিল আকাশে মুক্ত পাখির নির্ভয়ে উড়েচলা বার্তা দিয়েছে বন্ধন ও শৃঙ্খল মুক্তির। এ মঞ্চ পরিকল্পনায় ছিলেন সংগঠনের সহ সম্পাদক আশুতোষ পাল।

আরও খবর

🔝