gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
উদীচীর বর্ষবরণে সাম্প্রদায়িকতা, সামাজিক অসংগতি ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ১২:১৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-14_67fca9fd41ce6.jpg

নতুনকে স্বাগত জানিয়ে বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ষবরণে উৎসব আমেজে মাতোয়ারা ধর্ম-বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে আপামর বাঙালি। বাংলার আকাশ বাতাসে এখন উৎসব আানন্দ। দশদিকে শুধু নতুনের জয়গান। যশোরের বর্ণাঢ্য বর্ষবরণের আয়োজন নিয়ে গ্রামের কাগজে থাকছে বিশেষ আয়োজন। এখন জানুন উদীচীর অনুষ্ঠান আয়োজন। অন্যান্য আয়োজন জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ওয়েবসাইটে।


‘নবজাগরণে বাজুক ঢাক, এসো, এসো হে বৈশাখ’ এই প্রতিপাদ্যে উদীচী যশোর জেলা সংসদ যশোর পৌর উদ্যানে আয়োজন করে বর্ষবরণ উৎসবের প্রভাতী পর্ব। এবারে পৌর উদ্যানে বিকেলেও থাকছে সংগঠনটির বর্ষবরণের অনুষ্ঠানমালা। টানা ৪৮ বছরের ধারাবাহিকতায় যশোরবাসীকে সাথে নিয়ে উৎসবে মাতোয়ারা সংগঠনের তিন শতাধিক শিক্ষার্থী ও শিল্পী।
উৎসব অনুষ্ঠানে ভোরের প্রকৃতির স্নিগ্ধ আমেজ, শ্রোতার হৃদয় এবং সঙ্গীতকে এক সুরে বাঁধতে সূর্যোদয়ের পরপরই ৬টা ৩১ মিনিটে ভৈরবী রাগের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখের আহ্বান পর্ব। এরপর সমবেতকণ্ঠে সেই চিরায়ত রবিঠাকুরের ‘এসো হে বৈশাখ, এসো এসো...’।

বাংলার পাঁচ গীতিকবি রবীন্দ্র-নজরুল, রজনিকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদের গান নিয়ে হয় পরের পরিবেশনা। এ ছাড়াও শিশুতোষ পরিবেশনা, বাংলা হারানো দিনের গান, জীবনমুখী গান, লোকসংগীত, আধুনিক ও লোকনৃত্য, পর্যায়ক্রমে সাম্প্রদায়িকতা ও সামাজিক অসংগতি এবং ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গণসংগীত ছাড়াও উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের পরিবেশনায় পল্লিকবি জসীম উদ্দীন রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’র উপর নির্মিত গীতিনৃত্যনাট্য পরিবেশিত হয়।
প্রতি বছরের মতো এবারও নববর্ষকে ঘিরে ডা. রবিউল নববর্ষ পদক-১৪৩২ প্রদান করা হয়েছে। এবার এই পদক পেয়েছেন উদীচী যশোর জেলা সংসদের বর্তমান কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সভাপতি সোমেশ মুখার্জী।


অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক সমাজ ও হাসি-গানে মুখরিত সুখী-সুন্দর বাংলাদেশ গঠনে উদীচীর সাংস্কৃতিক আন্দোলনে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

আরও খবর

🔝