gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

দ্বীপ স্পোর্টিং ও হ্যালো পান্ডার জয়
প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৮:৪৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-04-13_67fbc3076528e.jpg

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে রোববার মাঠে গড়িয়েছে এক্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আর এদিন অনুষ্ঠিত দু’টি ম্যাচেই হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ম্যাচে জয় পেয়েছে দ্বীপ স্পোর্টিং ক্লাব তিন উইকেটে। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জয় তুলে নিয়েছে হ্যালো পান্ডা।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে যশোর রেঞ্জার্স। তারা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩১ রান। জবাবে দ্বীপ স্পোর্টিং শেষ বলে জয় নিশ্চিত করে তিনটি উইকেট হাতে রেখে। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের মিকাইল।
যশোর রেঞ্জার্সের পক্ষে হিমেল ১২, শামীম শরীফ ১৬, হৃদয় মোল্লা ১৯, বিল্টু ২৬, ইমন ফারাজী ১৭ ও তীর্থ করেন ২২ রান।
বল হাতে দ্বীপ স্পোর্টিংয়ের রনি হোসেন ও আশিকুল ইসলাম নিলয় নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নেন মাহফুজুর রহমান ও সুমন।
দ্বীপ স্পোর্টিংয়ের ব্যাটিং ইনিংসে মিকাইল ৬৬, কাবিদ আল সিয়াম ১০, ও ফয়সাল ইমাম গোল্ড করেন ১২ রান। বল হাতে যশোর রেঞ্জার্সের ইমন ফারাজী ও তীর্থ নিয়েছেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন সম্রাট ও শামীম শরীফ।
একইস্থানে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আটটি উইকেট হারিয়ে ১০৯ রান করে। পরে ব্যাট করতে নেমে হ্যালো পান্ডা ১৯ ওভার পাঁচ বলে আটটি উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন দ্বীপ জ্যোতি।
রিপন অটোর ব্যার্টিং ইনিংসে মিরাজ ১৪, আলিফ ৩৩, মারুফ ১৬ ও আজমান অপরাজিত ২১ রান করেন। বল হাতে হ্যালো পান্ডার আব্দুল্লাহ আল মামুন রাজু, মেহেরান হোসেন নিলয় ও সাকিন নিয়েছেন দু’টি করে উইকেট।
হ্যালো পান্ডার ব্যার্টিং ইনিংসে দ্বীপ জ্যোতি ৩৭, সৈয়দ আনোয়ার রাহিব ২১ ও ইয়াসিন অপরাজিত ১৫ রান করেন। বল হাতে মোহাম্মদ হোসাইন তিনটি, আজমান ও শিবলী দু’টি করে এছাড়া একটি উইকেট নিয়েছেন রাইসুল।

আরও খবর

🔝