gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
ভুটানে লিগ খেলতে দেশ ছেড়েছেন পাঁচ নারী ফুটবলার
প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৭:৩১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-04-13_67fbb92681b4a.JPG

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারকে রেখেই ভুটানে নারী ফুটবল লিগ খেলতে রোববার সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পাঁচ ফুটবলার। সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহারদের সঙ্গেই ভুটান যাওয়ার কথা ছিল কৃষ্ণা সরকারের। কিন্তু তার ক্লাব এখনও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে না পারায় তিনি কিছুদিন পর যাবেন।
এদিকে ভুটানের নারী লিগ খেলতে এক সপ্তাহ আগে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা থিম্পু পৌঁছেছেন। তারা চারজনই পারো এফসি’র হয়ে খেলবেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও রুপ্না চাকমা। ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে।
আগামী ২৫ এপ্রিল থেকে এই নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে। ভুটানের নারী লিগের দৈর্ঘ্য বাংলাদেশের চেয়ে বেশি। ভুটানে যাওয়া বাংলাদেশের এক নারী ফুটবলারের কাছ থেকে প্রাপ্ত খেলার সূচীতে দেখা গেছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত নয়টি ম্যাচ খেলা হবে। সপ্তাহ তো বটেই, কয়েক ম্যাচের মধ্যে মাসেরও ব্যবধান রয়েছে।
১৯ মে’র পরে একটি ক্লাবের ম্যাচ রয়েছে ১৬ জুন। জুনের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। কোচ পিটার বাটলার ভুটানে নারী ফুটবলারদের দলে ডাকলে সপ্তাহ খানেকের বেশি সময় পাবেন না। আবার যদি ফেডারেশন ক্লাবকে জুনের আগে ক্লাব থেকে ছাড়করণ করতে পারে, সেক্ষেত্রে অবশ্য মাসখানেক সময় মিলতে পারে অনুশীলনের।
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অনেকেই ব্রিটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন বয়কট করেছিলেন। দফায় দফায় আলোচনার পর অবশেষে ১৩ জন অনুশীলনে ফিরেছেন গত মঙ্গলবার সকালে। তাদের মধ্যে আবার পাঁচ জন ভুটানে রওনা হয়েছেন। দিন তিনেক অনুশীলন করলেও সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাফুফে এখনও চুক্তি করেনি।

আরও খবর

🔝