gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
এসব বন্ধ হওয়া দরকার
প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৮:৫৯:০০ এএম
:
GK_2025-04-13_67fb289944aac.jpg

পত্রিকান্তরে খবর বের হয়েছে, সাভারে আবারও চলন্ত দুটি বাসে যাত্রীবেশে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করেছে ছিনতাইকারীরা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান সাংবাদিকদের বলেন, আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে ওঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারণ মোবাইল ফোন কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয়নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিঅ্যান্ডবির আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠেন। তিনজনের কাছেই চাকু ছিল। একজন বাসের ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকেন। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা এক নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পেছনে বসা আরেক নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এছাড়া পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে। আমরা এ ঘটনা শুনেছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।
এর আগেও গত ৪ এপ্রিল বিকেলে ইতিহাস পরিবহনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ধরণের ঘটনা বলা চলে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এসব অনাকাঙ্খিত ঘটনা বন্ধ হওয়া দরকার। তারজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও খবর

🔝