gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ সালাহউদ্দিন আহমেদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি
প্রকাশ : বুধবার, ৯ এপ্রিল , ২০২৫, ০৫:১৩:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-04-09_67f6566a34fed.jpg

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি।
বুধবার (৯ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি।’
এই বিএনপি নেতা বলেন, ‘রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোন প্রস্তাবনা দেইনি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে।’
এছাড়া জাতীয় সাংবিধানিক কমিশন-এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনা পক্ষে নয় দলটি বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।
এ সময় তিনি আরও জানান, ইউনূস-মোদির সঙ্গে বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের আলোচনায় ও দাবিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

আরও খবর

🔝