gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
ভক্তের শখ পূরণ করতে রেস্তোরাঁয় গেলেন শ্রেয়া ঘোষাল
প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ , ২০২৫, ০৩:৫০:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-03-21_67dd367362675.jpg

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এই বঙ্গকন‍্যার মধুর কণ্ঠস্বরের ভক্ত সবাই। মিষ্টি গলার পাশপাশি তাঁর ব্যবহারও তেমনই মিষ্টি। তার গান ও আচরণ, সব দিক দিয়েই মুগ্ধ করেছেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। এবার এই শিল্পী যা করলেন সেটা দেখে রীতিমত অভিভূত তার অনুরাগীরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মুহূর্ত ভাগ করে নেন শ্রেয়া ঘোষাল। সেখানে দেখা যাচ্ছে গায়িকা তার এক নারী অনুরাগীর সঙ্গে দেখা করছেন। সেই অনুরাগী গাড়িতে যেতে যেতে বলছেন- তিনি সবসময় চেয়েছেন রাজস্থানে বেড়ে ওঠা শ্রেয়াকে নিয়ে এই রেস্তোরাঁয় খেতে যেতে, যেখানে তিনি ছোটবেলার সেই চেনা স্বাদগুলো ফিরে পান।
এদিন একটি ভিডিও শেয়ার করে শ্রেয়া লেখেন, 'একটা সারপ্রাইজ ফ্যান মিট করলাম। আর জয়পুরের সেই দুর্দান্ত স্বাদ পেলাম। ধন্যবাদ কণিকা, আমাদের শ্রেয়া ঘোষাল ট্রাইবের অন্যতম ভক্ত।'
শ্রেয়া আরও লেখেন, 'তুমি আমাদের একটা দুর্দান্ত অথেনটিক জায়গায় নিয়ে গেছ আর দারুণ সব আইটেম অর্ডার করেছিলে। আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম ডাল বাটি চুরমার খেয়েই। আসলে স্বাদ অনেক কিছু মনে করিয়ে দেয়।'

আরও খবর

🔝