gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কান পুরস্কারজয়ী অভিনেত্রী মারা গেছেন
প্রকাশ : মঙ্গলবার, ১৮ মার্চ , ২০২৫, ১১:২০:০০ এএম
বিনোদন ডেস্ক:
GK_2025-03-18_67d902a9425a1.jpg

মারা গেলেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে তার পরিবার।
জানা যায়, রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমা বিনোদন জগতে।
২০২৩ সালে এমিলি জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি।
১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি; সিনেমা স্বর্ণপামও জয় করেন তিনি। এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন।
গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন। সেটিই ছিল প্রকাশ্যে তার শেষ উপস্থিতি। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

আরও খবর

🔝