শিরোনাম |
ডাকাতির ঘটনায় জেল হয়েছিল সাত বছর কিন্তু তা এড়াতে পালিয়ে ছিলেন ২২ বছর কিন্তু তাতেও শেষ রক্ষা হলোনা দন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির। ১২ মার্চ রাতে রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যা ব।
২০০৩ সালে পটুয়াখালীতে একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত হন খলিলুর। এ ঘটনায় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর ২০০৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
খলিলুর রহমানের বয়স ৪৫ বছর। এলাকায় তিনি খলিল প্যাদা নামে পরিচিত। তিনি পটুয়াখালী সদর উপজেলার তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা। আদালতে রায়ের পর তিনি আত্মগোপনে ছিলেন। র্যা ব -৮ জানায়, আত্মগোপনে থাকা অবস্থায় খলিলুর পরিচয় লুকিয়ে রাজধানীর মিরপুর এলাকায় মুদি দোকান চালাচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পটুয়াখালীতে এনে তাকে আদালতে পাঠানো হবে।