gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ০৪:৪৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-03-13_67d2b9445a297.jpg

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালের দলগুলো চূড়ান্ত হয়েছে। বাদ পড়েছে লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেনের মতো দলগুলো। তবে বেশ কয়েকটি বড় দল শেষ আটেই মুখোমুখি হচ্ছে, যা প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়েছে।
আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ: এই ম্যাচটি ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্টের মধ্যে একটি মহারণ হতে যাচ্ছে। আর্সেনাল তাদের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে রিয়ালকে চ্যালেঞ্জ জানাবে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ তাদের অভিজ্ঞতা ও ঐতিহ্যকে সঙ্গী করে মাঠে নামবে।
বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড: বার্সেলোনা তাদের আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত, যেখানে ডর্টমুন্ডের গতিশীল ও তরুণ দল তাদের প্রতিপক্ষ।
বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান: দুই শক্তিশালী দলের এই মুখোমুখি লড়াইয়ে ট্যাকটিক্যাল যুদ্ধ হতে পারে। বায়ার্নের গতিশীল আক্রমণ ও ইন্টারের সংগঠিত রক্ষণভাগের মধ্যে জমজমাট খেলা হতে পারে।
প্যারিস সেইন্ট-জার্মেই বনাম অ্যাস্টন ভিলা: পিএসজির তারকা খেলোয়াড়রা অ্যাস্টন ভিলার বিরুদ্ধে তাদের শক্তি প্রমাণের চেষ্টা করবে। অন্যদিকে, অ্যাস্টন ভিলা তাদের দৃঢ় মনোবল ও দলগত খেলার মাধ্যমে বড় অঘটন ঘটানোর চেষ্টা করবে।
ম্যাচের সময়সূচি: প্রথম লেগ: ৮ ও ৯ এপ্রিল দিবাগত রাত ১টায়। দ্বিতীয় লেগ: ১৫ ও ১৬ এপ্রিল একই সময়ে।

আরও খবর

🔝